বিদ্যুৎ খাতে উদ্বাবনী উদ্যোগ ও শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। ব্র্যান্ডিং কর্মসূচীর বাস্তবায়নে স্বীকৃতিস্বরূপ পুরস্কার-২০১৮। ময়মনসিংহ সদরের প্রতিষ্ঠানিক পর্যায়ে পুরস্কার টি অর্জন করে “রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন”। পুরস্কার প্রদান করছেন ময়মনসিংহ জেলার সন্মানিত জেলা প্রশাসক স্যার এবং পুরস্কার গ্রহন করছেন রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের সন্মানিত চীপ এক্সিকিউটিভ অফিসার জনাব নিতাই পদ সাহা স্যার এবং প্রোগ্রাম ম্যানেজার জনাব জয়ন্ত কুমার অধীকারী স্যার। অভিনন্দন জানাই রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন কে।